মোঃ আব্দুল গোফফার লুটু একজন সফল মডেল উদ্যোক্তা। তিনি তাঁর ব্যবসার শুরু করেছেন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর দিয়ে। বিভিন্ন বাধা বিপত্তির হলেও লুটু মিয়া আজ একটি পুকুর থেকে কয়েকটি পুকুরের মালিক। প্রতিটি পুকুরে মাছের জন্য প্রতিদিন তাঁর প্রায় ৫০ কেজি – ৮০ কেজি খাবার লাগে। এত মাছের খাবার মাসে মাসে কেনা তাঁর জন্য ব্যয় বহুল হয়ে পড়ে। এত খরচ দেওয়া তাঁর জন্য কষ্টসাধ্য ছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন তাঁর চাষকৃত মাছের খাবারের যোগান দিতে তিনি নিজেই একটি ফিড মিল দিবেন।
এর পরিপ্রেক্ষিতে তিনি টিএমএসএস এর উপপ্রকল্পঃ এসইপি – ফিশারীজ এর সাথে বিষয়টির সম্পর্কে আলোচনা করেন।

এসইপি – ফিশারীজ তাঁর এই চিন্তাধারাতে সম্মতি জানায় এবং প্রশংসাজনক হিসেবে দেখেন। তিনি আসতে আসতে একটি ফিড মিল দিয়ে ফেলেন। তাঁর অধীনে আজ ১৫ জন কর্মী ফিড মিলে কাজ করেন।

তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেতে তিনি তাঁর ফিড মিলে সব সময় ফার্স্ট এইড বক্স রাখেন।

এর পাশাপাশি তিনি এখানে ১০০% শিশু শ্রম নিষিদ্ধ করেছেন।

বর্তমানে লুটু মিয়া তাঁর ফিড মিল থেকে মাছের খাবার উৎপাদন করে শুধু তাঁর নিজের পুকুরের মাছগুলোরই নয়, এলাকার আরো অনেকের পুকুরের জন্য যোগান দিচ্ছেন।

_
হৃদি বর্মা,
পরিবেশ কর্মকর্তা,
এসইপি – ফিশারীজ,
Learn more: The Comprehensive Guide to Viagra: Unlocking Its Potential
টিএমএসএস ।