প্রত্যয়িত পণ্যগুলি অপ্রত্যয়িত পণ্যের তুলনায় মানের দিক থেকে বাজারে আলাদা হতে পারে। বাজার একটি প্রতিযোগিতামূলক জায়গা। ক্রেতারা অতি পর্যবেক্ষণশীল পণ্য ক্রয়ের বিষয়ে। লাইসেন্সধারি মৎস্য ব্যবসায়িরা এই প্রতিযোগিতামূলক মৎস্য বাজারে লাইসেন্স অর্জনের মাধ্যমে সুবিধা করে নিতে পারেন। বিশেষ করে বাজারে যেভাবে ভোক্তারা সক্রিয়ভাবে প্রত্যয়িত এবং নিয়ন্ত্রিত পণ্যগুলি সন্ধান করে থাকে, সেখানে মৎস্য ব্যবসসায়িদের ট্রেড বা পণ্য সার্টিফিকেশন অনেক জরুরী ।
যারা মৎস্য খাতের সাথে জড়িত আছেন তাঁদের কাজের ক্ষেত্র ভিন্ন ভিন্ন। যেমন অনেকেই শুধু মাছ বিক্রয় করেন, অনেকেই শুধু মাছের পোনা বিক্রয় করেন, কেউ কেউ মাছের খাবার বিক্রি করেন, কেউ কেউ আবার শুধু মাছের রেণু বিক্রয় করে থাকে।
মাছের প্রোডাক্ট সারটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ এসইপি – ফিশারীজ দিয়ে থাকে। এখানে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করে থাকি যে মাছের ব্যবসার জন্যও ট্রেড লাইসেন্স অত্যন্ত জরুরী যা অনেক সময় মাছ চাষিরা উপেক্ষা করে থাকে। এক্ষেত্রে সচরাচর হ্যাচারি ব্যবসায়ী ও ফিড মিল ব্যবসায়িরা পণ্য লাইসেন্স করে থাকেন, কিন্তু খামার ব্যবসায়িদের মাঝে তা তুলনামূলকভাবে অনুপস্থিত দেখা যায়।
প্রশিক্ষণের মাধ্যমে আমরা পণ্য লাইসেন্স তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনা করে থাকি এবং বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি।