বাংলাদেশে যখন বদ্ধ জলাশয়ে (পুকুর) মাছ চাষের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সে সময় হ্যাচারীতে পোনা উৎপাদন কৌশল মানুষের হাতের নাগালে পৌঁছেদেন যশোর সদর উপজেলার চাঁচড়ার মহসিন মাষ্টার। প্রাকৃতিক ভাবে পোনা উৎপাদন ছাড়াও হ্যাচারিতে প্রনোদিত প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব তা ছিল মানুষের ধারণার বাইরে।
ছবিঃ মাছের স্ট্রিপিং
এর পরিপ্রেক্ষিতে দেশে কিছু পোনা উৎপাদন হাব বা ক্লাস্টার গড়ে ওঠে যেমন: যশোরের চাঁচড়া, বগুড়ার আদমদীঘি, ময়মনসিংহ প্রভৃতি অন্যতম। বগুড়া জেলার আদমদিঘী উপজেলাস্থ তালশন পোনা বাজার সংলগ্ন মহালক্ষী মৎস্য প্রজনন খামার সে সময়ে গড়ে ওঠা একটি আইকনিক হ্যাচারী যা পরিবেশসম্মত উপায়ে মানসম্পন্ন মৎস্য বীজ/পোনা উৎপাদনের স্বকৃতি স্বরূপ ২০১১ সালে প্রধানমন্ত্রী স্বহস্তে প্রদত্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত হন।
ছবিঃ বাদল মৈত্র
বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় পরিবেশবান্ধব ফিশারীজ উদ্যোগ উন্নয়ন উপ-প্রকল্পের সফল উদ্যোক্তা মহালক্ষী মৎস্য প্রজনন খামারের সত্ত্বাধিকারী বাদল মৈত্র নিজের হ্যাচারি ও খামার পরিচালনায় যেমন পরিবেশবান্ধব মৎস্য বীজ ও মাছ উৎপাদনে বদ্ধ পরিকর, তেমনি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন কৌশল এসইপি-ফিশারীজ আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণের দ্বারা এবং তার সাথে যুক্ত উদ্যোক্তাদের আলোচনা ও আহ্বানের মাধ্যমে উত্তম মৎস্য চাষ অনুশীলনে সম্পৃক্ত করছেন।
শেখ মোঃ মোহায়মেনুল হক
প্রকল্প ব্যবস্থাপক,
এসইপি-ফিশারীজ, টিএমএসএস।